হেগ শহরে পবিত্র কুরআন অবমাননার নিন্দা বাংলাদেশের
নেদারল্যান্ডসের হেগ শহরে উগ্র ডানপন্থী এক কর্মীর পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো পরিস্থিতিতে সারা বিশ্বে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অবমাননার যে কোনো কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উস্কানি ও ইসলামবিদ্বেষ বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।