১৫ বছর কনডেম সেলে থাকা দুই ফাঁসির আসামিকে খালাস

Looks like you've blocked notifications!
হাইকোর্টের ফাইল ছবি

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা দুই ফাঁসির আসামি—ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আরেক ফাঁসির আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তাঁর কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত।

পরবর্তী সময়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্টের সে রায় বাতিল করে আজ মৃত্যুদণ্ড থেকে দুজনকে খালাস এবং এক জনকে যাবজ্জীবনের রায় দিলেন আপিল বিভাগ।