১৮ বছর ধরে অনবদ্যভাবে কাজ করে আসছে এনটিভি : তথ্যমন্ত্রী
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এনটিভির ১৮ বছর পূর্তি উপলক্ষে এনটিভি পরিবারকে আমি অভিনন্দন জানাই। এনটিভি বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে এবং সমাজের চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে গত ১৮ বছর ধরে অনবদ্যভাবে কাজ করে এসেছে। আমি আশা করব, ভবিষ্যতের পথচলায় গত ১৮ বছর ধরে যেভাবে সমাজের চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে, সমাজের দর্পণ হিসেবে কাজ করার ক্ষেত্রে এবং আমাদের সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার ক্ষেত্রে যেভাবে কাজ করেছে, শিল্প ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতের পথচলাতেও একই ভাবে কাজ করবে।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার পথে সারথি হিসেবে এনটিভি কাজ করবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। এনটিভি পরিবারকে ১৮ বছর পূর্তি উপলক্ষে অসংখ্য অভিনন্দন।’