১ জানুয়ারি থেকে খেলাপি ঋণ কমে আসবে : অর্থমন্ত্রী
আগামী ১ জানুয়ারি থেকে ব্যাংকের সুদহার হ্রাস এবং খেলাপি ঋণ কমিয়ে আনার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সুদহার এক অঙ্কের ঘরে আনতে ও খেলাপি ঋণ কমিয়ে আনতে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি আগামী সাতদিনের মধ্যে রিপোর্ট দেবে।’
আজ রোববার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ক্রমবর্ধমান বেকারত্ব কমাতে হলে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতেই ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘দুই শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়ার কারণে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে। খেলাপি ঋণ কমাতে শুরু থেকে ব্যাংকগুলো শক্তিশালী ভূমিকা পালন করতে পারেননি। সুদহার বৃদ্ধি পেলে একটি দেশের উৎপাদনশীল খাতসহ শিল্প খাত উন্নত হয় না।’
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশগুলোর জিডিপি কমলেও আমাদের দেশের জিডিপি কমার কোনো আশঙ্কা আমরা করছি না।’

নিজস্ব প্রতিবেদক