শিক্ষামন্ত্রী বললেন

২৪ জুলাইয়ের মধ্যে বই পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীরা

Looks like you've blocked notifications!
সিলেটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে আগামী ২৪ জুলাইয়ে মধ্যে বইপত্র সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ঘাটতি পূরণে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আজ সোমবার সকালে সিলেট সার্কিট হাউসে শিক্ষা বিভাগের সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষক নিগ্রহের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, একটি মহল সুকৌশলে ধর্মীয় শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

নতুন কারিকুলামে তাত্ত্বিক ধর্মশিক্ষার পাশাপাশি ব্যবহারিক ধর্মশিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এতে করে ধর্মচর্চার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

অপপ্রচারকারীরা ধর্মীয় চেতনার বাইরে এসে ধর্মকে ব্যবহার করে ধর্মের ক্ষতিসাধন করছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। অপপ্রচার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. দীপু মনি।