২৫ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন-বোনাস পরিশোধের দাবি

Looks like you've blocked notifications!
২৫ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। ছবি : এনটিভি

সাভারে ২৫ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। আজ শুক্রবার সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা এ দাবি জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ বলেন, ‘আমরা শ্রমিকদের এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন-বোনাস ২৫ রোজার মধ্যে দেওয়ার দাবি জানাচ্ছি। শ্রমিকদের ঈদ কখনও আনন্দের হয় না। ঈদের আগের দিন পর্যন্ত তাদের কাজ করতে হয়। ২৫ রোজার মধ্যে বেতন-ভাতা দেওয়া হলে আনন্দের না হোক অন্তত ঈদটা তাদের স্বস্তির হবে।’

শহীদুল ইসলাম সবুজ আরও বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পোশাক কারখানার মালিকদের পক্ষে অবস্থান নিয়ে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করার নির্দেশনা দিয়েছে, তা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণের পরিচয়। অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহার করে এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন প্রদানের দাবি জানাচ্ছি। একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে ঈদ করার লক্ষ্যে পরিবহণ ব্যবস্থা নিশ্চিত ও পরিবহণ ভাড়া বাড়ানো না হয়, সেদিকে প্রশাসনের নজর রাখার আহ্বান জানাই।’

অপরদিকে একই দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।