৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় রেল লাইনের ওপর থেকে গাছ অপসারণ শেষে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেল লাইনের ওপরে গাছ উপড়ে পড়লে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ সময় শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন মিয়া বলেন, দীর্ঘক্ষণ শ্রীমঙ্গল স্টেশনে বসেছিলাম। বসে বসে বিরক্ত হয়ে গেছি। রেললাইনে একটা গাছ পড়ার কথা শুনেছি। কিন্তু সরাতে এত সময় লাগছে! সিলেটে অনেক জরুরি কাজ আছে। আটকা পড়ে বিপদেই আছি।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে রেললাইনের ওপর। রেললাইন থেকে গাছ অপসারণের পর রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল স্টেশনে আটকেপড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।