৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়ায় ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সা‌ড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন বলেন, ‘মধ্যরাত থে‌কেই ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরবর্তীতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে আজ ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।’

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশ কিছু যানবাহনকে অপেক্ষা  করতে দেখা গেছে।  তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্বিঘ্নে যানবাহন পারাপার হ‌চ্ছে ।

ফেরি চলাচল শুরু হ‌লে যানবাহ‌নের চালকসহ সহকারী ও সাধারণ যাত্রীদের ম‌ধ্যে স্ব‌স্তি ফি‌রে আসে।