৫০ বছরের বেশি বয়সিরাও টিকার বুস্টার ডোজ পাবেন : স্বাস্থ্যমন্ত্রী
এখন থেকে ৫০ বছরের বেশি বয়সিরাও করোনার টিকার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এখন ৫০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা টিকার বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় সাত লাখের মতো বুস্টার ডোজ দিতে পেরেছি। তবে, বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি হয়নি। কারণ, ছয় মাস সবার পূরণ হয়নি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে, কিন্তু সংক্রমণের ঝুঁকি কমে না। এ বিষয়টি মনে রাখতে হবে। এখন পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দেওয়া হয়েছে।’