৫৩ ঘণ্টা পর ভিআইপি লাগেজ ফ্যাক্টরি ফায়ার আউট ঘোষণা

Looks like you've blocked notifications!
মোংলা ইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিআইপি লাগেজ ফ্যাক্টরি। ছবি : এনটিভি

টানা ৫৩ ঘণ্টার প্রচেষ্টায় মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিটি ফায়ার আউট ঘোষণা করা হয়েছে। তিন দিন ধরে অগ্নি নির্বাপণের কাজ শেষ করে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ওই ফায়ার আউট ঘোষণা দেন খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ।

উপপরিচালক বলেন, গত মঙ্গলবার বিকেল ৩টায় ভিআইপি লাগেজ ফ্যাক্টরিটিতে লাগা আগুন আজ রাত ৮টায় পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এখন ফ্যাক্টরিটির কোথাও কোনো আগুনের অস্তিত্ব নেই। তারপরও সেখানে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ১২ সদস্যের একটি দল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী বলেন, ‘পুরোপুরি আগুন নিভে যাওয়ায় আজ রাত ৮টায় ফ্যাক্টরিটিকে ফায়ার আউট ঘোষণা করেছেন খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ।’

আরবেজ আলী আরও বলেন, ‘এখন কোথাও কোনো আগুন দেখা যাচ্ছে না। তবে সামান্য ধোয়া রয়েছে। এজন্য এখানে আগামী ২৪ ঘণ্টা আমাদের ফায়ার সার্ভিসের একটি দল নজরদারিতে থাকছে। তবে এখান থেকে আর আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই।’

ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরির প্রশাসনিক ও মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান বলেন, আজ রাত ৮টায় আগুন পুরোপুরি নিভে গেছে। তার পরও ফায়ার সার্ভিসের একটি দল ফ্যাক্টরির অভ্যন্তর ও আশপাশ পর্যবেক্ষণে রয়েছেন। এ ফ্যাক্টরিটিতে লাগেজ তৈরি করা হতো।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘ভিআইপি ফ্যাক্টরিতে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। শটসার্কিট থেকে এ আগুন লেগেছিল বলে ভিআইপি লাগেজ ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে আমাদের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাজ চলছে। তাদের প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’