দেশি-বিদেশি মহল শ্রমিকদের নামিয়েছে : শ্রম প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ছবি : এনটিভি

সরকার ও পোশাক খাতের ক্ষতি করতেই দেশি-বিদেশি কোনো মহল আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে নামিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ আশঙ্কা প্রকাশ করেন। অবিলম্বে  শ্রমিকরা কাজে যোগ না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

মুজিবুল হক চুন্নু জানান, গত চারদিনে শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। তবুও আজ আশুলিয়ার ৪০ থেকে ৫০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কোনো লিখিত আবেদন ছাড়া শ্রমিকদের এই আন্দোলন বেআইনি ও অবৈধ উল্লেখ করে তিনি বলেন, কোনো শ্রমিক সংগঠনের নেতারাও আন্দোলনের কারণ জানেন না। তাই এই আন্দোলন উদ্দেশ্যমূলক। এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। সেই সঙ্গে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দাবি তুলে ধরতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।