কমলনগরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভির বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।
মাহফিলে ওয়াজ করেন আলহাজ হজরত মাওলানা আবদুর রাজ্জাক, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, মাওলানা মুফতি সফিকুল ইসলাম ও মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ হাবিব।
ওয়াজ মাহফিলে কাতারের প্রবাসী সংগঠন আল নূর ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য ১০০ জিল কোরআন শরিফ প্রদান করে।
এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ তাঁর মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।