লক্ষ্মীপুরে শুক্রবার থেকে ইজতেমা
লক্ষ্মীপুরে এই প্রথম তিনদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে প্রায় তিন লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নুরুজ্জামান ইজতেমা মাঠ পরিদর্শন করেন।
আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি ও বিশ্বশান্তি কামনায় লক্ষ্মীপুরের ইজতেমায় মুসল্লিদের সমাগম হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে তাবলিগ জামাত ও মুসল্লিরা আসছেন। এ ছাড়া অন্যান্য জেলার মুসল্লি এবং বিদেশি অতিথিরাও অংশ নিচ্ছেন। এতে প্রায় চার থেকে পাঁচ লাখ লোকের সমাগম হতে পারে বলে মনে করছেন আয়োজকরা।
তাবলিগ জামাতের লক্ষ্মীপুর জেলা আমির লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলী মোর্শেদ জানান, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হবে।
ইজতেমায় বিভিন্ন দেশের আলেমরা বয়ান করবেন। এ ছাড়া লক্ষ্মীপুরের মুরুব্বিরাও বয়ানে অংশ নেবেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ইজতেমায় তিন স্তরবিশিষ্ট পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার কোনো ত্রুটি হবে না।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, লক্ষ্মীপুরে প্রথমবারের মতো তিনদিনব্যাপী ইজতেমা হচ্ছে। এ ব্যাপারে তাবলিগ জামাতের যেসব মুরব্বিরা আছেন, তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। মতবিনিময় করে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আল্লাহর রহমতে ইজতেমা সফল ও সুন্দরভাবে শেষ হবে।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় এবার ৩২ জেলার অংশগ্রহণে তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। বাকি ৩২ জেলায় জেলাভিত্তিক ইজতেমা পালন করবে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে শুক্রবার থেকে তিনদিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে।