লক্ষ্মীপুরে আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু
লক্ষ্মীপুরে লাখো মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর ইজতেমা শুরু হয়।
দেশের বিভিন্ন অঞ্চলসহ জেলার মুসল্লিদের পদচারণে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। জুমার নামাজ শেষে আমবয়ান শুরু করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা ফারুক।
কয়েকটি মেডিকেল টিম গঠনের মাধ্যমে ইজতেমায় অংশগ্রহণকারীদের সেবাও দেওয়া হচ্ছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।
এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।