উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা
লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্কাউট ক্যাম্পে কলেজ ছাত্রলীগের কর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।
আহতরা হলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ শাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সোহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্কাউটের সদস্য ও কলেজ শিক্ষার্থীরা জানান, কলেজ মাঠে ক্যাম্প চলার সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রলীগকর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের মেয়ে সদস্যদের উত্ত্যক্ত করে। এ সময় রোভার সদস্যরা বাঁধা দিলে ছাত্রলীগকর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫-২০ জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।
হামলার ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়। আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপনী হবে।