লক্ষ্মীপুরের ইজতেমায় মুসল্লিদের পাশে কমিউনিটি পুলিশ
লক্ষ্মীপুরের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গ্রামপুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরা ইজতেমায় আগত মুসল্লিদের সেবা দিয়ে আসছেন। আগামী কাল রোববার ইজতেমার সব আয়োজন শেষ হওয়া পর্যন্ত কমিউনিটি পুলিশ সদস্যদের সেবা অব্যাহত থাকবে।
আজ শনিবার ইজতেমার ভেতরে, রাস্তায়, প্রবেশপথে, যানজট নিরসনে কমিউনিটি পুলিশিং সেলের সদস্যদের কাজ করতে দেখা গেছে।
লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল এসব সদস্যকে প্রশিক্ষণ দিয়ে ইজতেমায় বিভিন্ন কাজে নিয়োজিত করেন। তাঁরা রাত-দিন ইজতেমায় আসা মুসল্লিদের সেবা দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতা করছেন।
লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে আসা কমিউনিটি পুলিশের দুই শতাধিক সদস্য ইজতেমায় সেবা ও সহযোগিতা করে আসছেন। তাঁরা ইজতেমার প্রস্তুতি থেকে কাজ করছেন। আখেরি মোনাজাত শেষে ইজতেমার সব আয়োজন শেষ হওয়া পর্যন্ত তাঁদের কাজ অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার থেকে লক্ষ্মীপুরে তিনদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে তিন লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়। কাল রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।