বাসে গণধর্ষণ, চালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে চলন্ত বাসে পোশাক কারখানার এক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালক চান্দু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনার ১৬ দিন পর আজ বুধবার রাতে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ শেষে গত ১১ মে রাতে কারখানার ভাড়া করা একটি বাসে করে বাড়ি ছিলেন ওই পোশাকশ্রমিক। তিনি সবার শেষ স্থানে নামেন। ক্লান্ত শরীরে একপর্যায়ে তিনি বাসে ঘুমিয়ে পড়েন। পরে চালক বাসটি সোনারগাঁও-আড়াইহাজার সড়কের একটি স্থানে থামিয়ে তারা চারজন ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। এরপর ওই শ্রমিককে অচেতন অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। আশপাশের লোকজন ওই নারীকে অচেতন অবস্থায় সকালে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা সোনারগাঁও থানায় বাসচালক চান্দু মিয়াসহ চারজনের নামে মামলা করেন। পুলিশ বাসচালকের সহকারী রুবেলসহ বাসটিকে আটক করে। এই ঘটনায় রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পলাতক বাসচালক চান্দু মিয়াকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দু মিয়ার বাড়ি আড়াইহাজার উপজেলার চরপাড়া গ্রামে।