শেষ হলো লক্ষ্মীপুরের ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে দুনিয়া ও আখিরাতের শান্তি, মুক্তি ও কল্যাণে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে পাপমুক্তি চান।
আজ রোববার দুপুরে ইজতেমার তিনদিনের সব আনুষ্ঠানিকতা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহম্মদ। আখেরি মোনাজাতে প্রায় পাঁচ লাখ মুসল্লি অংশ নেন বলে ধারণা করছেন আয়োজকরা।
এর আগে গত শুক্রবার থেকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভবনীগঞ্জ সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক এই বিশ্ব ইজতেমা শুরু হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দুপুরে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আশপাশের বিভিন্ন সড়ক ও এলাকায় বসে মোনাজাতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা।
আখেরি মোনাজাতে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার ছিল।