লক্ষ্মীপুর কমার্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর কমার্স কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে দুই বছর ধরে অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় তারা বিক্ষোভ মিছিল বের করে।
শিক্ষার্থীরা জানায়, দুই বছর ধরে কলেজের অধ্যক্ষ জি এম জাকারিয়া কলেজে আসছেন না। যথাযথভাবে পাঠদান ও পরীক্ষা নেওয়া হচ্ছে না। এক বছরে ইংরেজি শিক্ষক আট বার বদল হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
এ ছাড়া ডিবেটিং ক্লাব, কম্পিউটার ল্যাব আছে বলে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও তা দেখা যাচ্ছে না কলেজে। এমনকি কলেজে নবীনবরণ অনুষ্ঠানও হয়নি।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে রাজি হয়নি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।