পুলিশের বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্টের মামলা খারিজ
উচ্চ আদালতে বিচারাধীন থাকায় শিশু ধর্ষণের আলামত নষ্ট করা এবং তার অপ্রাপ্তবয়স্ক ভাইকে জোর করে মামলার আসামি করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। গতকাল বুধবার রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও এসআই মুজিবুর রহমানের বিরুদ্বে মামলাটি করেন নির্যাতিত শিশুটির মা।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এরশাদুর রহমান জানান, উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আলামত নষ্টের অভিযোগে করা এ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
গত ২৫ মে একই ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে শাহ আলমের (৫৫) বিরুদ্ধে ৯(১) ধারায় একটি মামলা করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে শাহ আলমকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এদিকে, একটি ইংরেজি দৈনিকে রাঙ্গুনিয়ায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে আপন ভাইকে দোষী করার ঘটনা প্রকাশিত হলে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। বুধবার রাতে জেলা পুলিশ নগরীর আন্দরকিল্লা থেকে ধর্ষণের অভিযোগে শাহ আলমকে গ্রেপ্তার করে।
রাঙ্গুনিয়ার মিনাগাজীর টিলা এলাকার আসামি শাহ আলমের প্রতিবেশী এক শিশুকে কয়েকবার ধর্ষণের পর অন্তঃসত্তা হয়ে পড়লে গর্ভপাত করাতে হয়। পুলিশ প্রভাবশালীদের চাপে সন্দেহভাজন শাহ আলমের নামের পরিবর্তে শিশুটির আপন ভাইকে অভিযুক্ত করে জেলে পাঠায়।