‘অধিক মুনাফার সুযোগ করে দিতে গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত’
যৌক্তিক কোনো কারণ না থাকলেও এলপিজি ব্যবসায়ীদের অধিক মুনাফার সুযোগ করে দিতেই গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে এমন অভিযোগ করে বাম মোর্চা।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া তাদের বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের ফটকের অনেক আগেই আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বাধা পেয়ে সেখানেই প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন মোর্চার নেতা-কর্মীরা। গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো মুনাফায় থাকলেও কেন আবারও দাম বাড়ানোর চিন্তাভাবনা চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা।
সাধারণ জনগণের জীবন ব্যয়ের কথা না ভেবেই সরকার এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় গ্যাসের দাম বাড়ানো হলে আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।