সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, বই-ই পায়নি শিক্ষার্থীরা
আর কিছুদিন পরই অর্ধবার্ষিক পরীক্ষা। কিন্তু এখনো দুটি বিষয়ের বই-ই হাতে পায়নি পাবনার সুজানগরের অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা।
সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাওয়ার কথা নতুন শ্রেণির নতুন বই। কিন্তু বছরের পাঁচ মাস কেটে গেলেও পাবনার সুজানগরের অধিকাংশ স্কুলেই পৌঁছায়নি নবম শ্রেণির কৃষি ও সাধারণ বিজ্ঞান বই।
জুনের প্রথম দিকেই শুরু হতে যাচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। বই হাতে না পেলে সিলেবাসের পড়াও শেষ করতে পারবে না শিক্ষার্থীরা। আর এ অবস্থায় কীভাবে পরীক্ষায় অংশ নেবে এই কোমলমতি শিক্ষার্থীরা, তা নিয়ে তাদের সঙ্গে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। এ অবস্থায় উপজেলার নবম শ্রেণির দুই হাজার ৬৭০ শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ তাই বিপন্নই বলা চলে।
সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী বিএসসি জানান, তাঁর স্কুলের নবম শ্রেণির প্রায় দেড়শ শিক্ষার্থী তাদের পাঠ্যসূচির সাধারণ বিজ্ঞান ও কৃষিশিক্ষা বই এখন পর্যন্ত হাতে পায়নি। ফলে সিলেবাস সম্পূর্ণ না করেই জুনের প্রথম দিকে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে তারা। এ ছাড়া উপজেলার প্রায় অধিকাংশ স্কুলের শিক্ষার্থীই এখন পর্যন্ত সাধারণ বিজ্ঞান ও কৃষিশিক্ষা বই পায়নি। ফলে উপজেলার ৩৭টি স্কুলের শিক্ষার্থীর অর্ধবার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ বিষয়ে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, উপজেলার ৩৭টি স্কুলের জন্য তিন হাজার সাতশ পাঠ্যবইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ৯৩০টি। যেসব শিক্ষার্থী এখনো বই পায়নি তাদের বলা হয়েছিল, পুরোনো বই সমন্বয় করে দেওয়ার জন্য। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা না করে নতুন বই পাওয়ার অজুহাত দেখিয়ে সমস্যা সৃষ্টি করছে।
তবে শিক্ষকরা জানিয়েছেন, পুরোনো সিলেবাসের সঙ্গে এবারের সিলেবাসের মিল না থাকায় সমন্বয় করা সম্ভব হয়নি। তাঁদের দাবি, অর্ধবার্ষিক পরীক্ষার আগেই যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে যাতে বই তুলে দেওয়া হয়।