বিএনপি গণতন্ত্রের উল্টো পথে হাঁটছে : প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী করে। গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ দেশের উন্নয়ন চায়, মানুষের উন্নয়ন চায়।
‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রের পথ ছেড়ে উল্টো পথে হাঁটছে বিএনপি জোট। এখন রাস্তা ভুলের মাসুল গুনছে তারা।
বিএনপির উদ্দেশে বীর বাহাদুর বলেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করুন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মুক্তমঞ্চে সমবেত হয়।
এ দিকে আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ এবং বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরের চৌধুরী মার্কেটে বিএনপির জেলা কার্যালয়, মেম্বারপাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফলে পুলিশি বাধায় ‘গণতন্ত্র হত্যা দিবসে’ কোনো মিছিল-সমাবেশ করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।