৪ শতাধিক দরিদ্র পেল শীতবস্ত্র
খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ী ইউনিয়নের উদ্যোগে চার শতাধিক দরিদ্র ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন।
আজ শনিবার সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিশ শরমীন, সদর থানার পরিদর্শক (তদন্ত) তারেক মোহাম্মদ আবদুল হান্নান, খাগড়াছড়ি ইউপির চেয়ারম্যান আম্যে মারমা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশেকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।