মানবপাচার নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং আইন অনুযায়ী মানবপাচারকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
urgentPhoto
আজ রোববার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িতদের কেন মানবপাচার প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় বিচার করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
গত মঙ্গলবার ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস নামক মানবাধিকার সংগঠনটির পক্ষে জনস্বার্থে এ রিট করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
শুনানি অংশ নেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
এ বিষয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, জাতীয় সব গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে যে, মানবপাচারকারীরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সাগরের মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছে। খাবারের অভাবে অনেকেই মারা যাচ্ছে, এমনকি অনেকে নিজের প্রস্রাব খেয়েও বেঁচে থাকার চেষ্টা করছে। অনেক সময় আবার পাচারকারীরা তাদের আটক করে বাড়ি থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। না পেলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে।এ অবস্থায় সরকারও তাদের উদ্ধার করে না।
‘এতে সরকারের ব্যর্থতা প্রকাশ পায়। এ কারণেই রিটটি করেছি,’ যোগ করেন অ্যাডভোকেট তাজুল।