শেরপুরের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে কম্বল বিতরণ করেছে ‘চেতনা’ নামে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার দুধহাটি চত্বর এলাকায় প্রায় ৩০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) মাসুদজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবামূলক সংগঠন ‘চেতনা’র সভাপতি দলিল উদ্দিন আহমেদ।