বরিশালে ট্রাকচাপায় দুই ছাত্র নিহত

Looks like you've blocked notifications!

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতুর সংযোগ সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন।

নিহত ছাত্ররা হলো উজিরপুর উপজেলার আঁটিপাড়া গ্রামের শামসুল হক সরদারের ছেলে মো. আল আমিন সরদার (২০) ও আবদুল লাল সরদারের ছেলে মো. সজল সরদার (১৭)। আল আমিন উজিরপুরের বিএন খান  ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত। সজল এবার এসএসসি পরীক্ষায় এ মাইনাস গ্রেড পেয়ে পাস করেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, বরিশাল নগরী থেকে গরুবাহী একটি ট্রাক ফরিদপুরে যাচ্ছিল। পথে রহমতপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীক চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) মর্গে পাঠায়। তিনি আরো জানান, ট্রাকটি আটকের জন্য হাইওয়ে পুলিশকে বার্তা দেওয়া হয়েছে।