শ্রীপুরে কারখানায় আগুনের ভয়াবহতা বেড়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুনবাজার এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার আগুন নেভেনি। উল্টো রাত ১০টার দিকে আগুনের ভয়াবহতা আরো বেড়েছে।
আগুনের তাপে কারখানার স্টিল ফ্রেমের ভবনটি ধসে পড়তে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ আশঙ্কায় তাঁরা অগ্নিনির্বাপক যানবাহন ও যন্ত্রপাতি নিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছেন। একই সময়ে সেখানে উপিস্থত লোকজন ও ভবন ঘেঁষে গড়ে ওঠা কয়েকটি বাড়ির লোকজনকে সরে যেতে মাইকে ঘোষণা করেন।
আজ রোববার দুপুর ২টার দিকে ওই বস্ত্র কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আট ঘণ্টা চেষ্টা করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘আমাদের ফায়ার ফাইটাররা চেষ্টা করছেন। ভবনটি স্টিলের কাঠামো হওয়ায় ভেতরে ঢোকা যাচ্ছে না। ভবনটি খুলে খুলে পড়ে যাচ্ছে। খুবই বিপজ্জনক অবস্থায় চলে আসছে। তবু আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান ও কারখানার শ্রমিকরা জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার আটতলা ভবন স্টিল দিয়ে তৈরি। ওই ভবনের তৃতীয় তলায় তুলার গুদাম থেকে আগুনের সূত্রাপাত। আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঢাকা, টঙ্গী, জয়দেবপুর, সাভার, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এরই মধ্যে কারখানার যন্ত্রপাতি ও বিপুল কাঁচামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের বিরতি থাকায় প্রায় সব শ্রমিক ও কর্মকর্তারা কারখানা ভবনের বাইরে ছিলেন। এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কারখানায় বিভিন্ন ধাপে সুতা থেকে ‘টি শার্ট’ তৈরি করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের পর কারখানার শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।