টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে বাবুল মিয়া (৬০) নামের আরো এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে গত বুধবার থেকে ইজতেমায় ছয়জনের মৃত্যু হলো।
আজ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবুল মিয়া। তিনি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাছিমপুর এলাকার আবদুর রশিদের ছেলে।
টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোকলেছুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বাবুল মিয়াকে মৃত অবস্থায় ইজতেমা ময়দান থেকে হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সাহেব আলী (৩৫), সকালে ফজলুল হক (৫৬), বিকেলে আবদুস সাত্তার (৬০) ও সন্ধ্যায় জানু ফকির (৭০) এবং বুধবার দিবাগত রাতে হোসেন আলী (৬৫) মারা যান। গাজীপুর পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মোমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
আজ টঙ্গীর তুরাগতীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭টি জেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন।
আগামী ১৫ জানুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। এর চারদিন পর ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।