লক্ষ্মীপুরে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হন।
আজ শুক্রবার রাত ৯টার দিকে সরকারি কলেজ সড়কের দলীয় কার্যালয়ের এ ঘটনা ঘটে।
আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ভাঙ্গাখা ইউনিয়নের কমিটি গঠনের জন্য অনুষ্ঠান চলছিল। এ সময় কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগের কয়েক কর্মীর সঙ্গে ছাত্রদল কর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।
হামলায় ছাত্রদলকর্মী মোরশেদ আলম, তারেকুর রহমান হাবিব, মুরাদ, মামুন হোসেন, মো. দিপু, আবদুল, কাইয়ুম, মোস্তাফিজ, রিমন ও নিজাম আহত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, দলীয় কার্যালয়ে অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ের ২০টি চেয়ার ভাঙচুর করে তারা। হামলায় ১০ নেতাকর্মীর আহত হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সরকারের সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে শনিবার লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানকে বানচাল করতে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেরা কার্যালয় ভাঙচুর করে নাটক সাজিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।