যুবলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কর্মী নিহত
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ সোমবার রাতে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় আজিজুল হক নামের এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্বপন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জের ধরে আজ সোমবার রাত ৯টার দিকে সোনাপুর বাজার এলাকায় ফেনী-৩ আসনের সংসদ সংসদ হাজি রহিম উল্লাহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন সমর্থিত যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনায় যুবলীগকর্মী আজিজুল হক ও স্বপন গুলিবিদ্ধ হন। আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।
স্বপনের অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুসেন চন্দ্র শীল এনটিভি অনলাইনকে জানান, এলাকায় হাজি রহিম উল্লাহর কোনো সমর্থন নেই। তাঁর পক্ষের লোকজন অতর্কিতে আজ বাজারে হামলা চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। এর আগেও রহিম উল্লাহর লোকজন এলাকায় হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছিলেন বলে তিনি অভিযোগ করেন।
সংঘর্ষের ব্যাপারে সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরনের বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’