বান্দরবানে চারটি উন্নয়ন কাজের উদ্ধোধন
বান্দরবানে অভ্যন্তরীণ সড়ক’সহ চারটি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা নতুনপাড়া থেকে বীর বাহাদুর স্কুল ও কলেজ পর্যন্ত পাঁকা সড়ক নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে বনরুপা মসজিদের দ্বিতল ভবন নির্মাণ, ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বাজার’সহ শহরের বিভিন্ন রাস্তা রিজিড পেভমেন্টকরণ এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান কোর্ট মসজিদ নির্মাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, আওয়ামী লীগের পৌরশাখা সভাপতি অমল কান্তি দাশ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পরিস্কার পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলতে বান্দরবানে নানামুখী উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পর্যটন নগরীর সৌন্দর্য বর্ধনে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পের উন্নয়নে এ অঞ্চলের ধনী গরীব সকল মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু গরীব, অসহায় ছিন্নমূল মানুষগুলোর সাহাযার্থে সমাজের বৃত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মলিত প্রচেষ্ঠায় সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।