আ. লীগ নেতার অবৈধ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন
পাবনার সুজানগরে এক আওয়ামী লীগ নেতার ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে চলছিল ইটভাটাটি।
গত বৃহস্পতিবার বিকেলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের উজানকয়া এলাকায় অবস্থিত বেড়া উপজেলার জাতসাকিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর মালিকানাধীন ইটভাটায় অভিযান চালানো হয়।
এ সময় স্থানীয় ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় ইটভাটার জিনিসপত্র ও নতুন তৈরিকৃত ইট গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ইটভাটার ম্যানেজার গোলজার হোসেনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সুজানগরের ইউএনও এম সাখাওয়াত হোসেন বলেন, অবৈধভাবে স্থাপিত ইটভাটা ব্যাপকভাবে পরিবেশ দূষণ করছিল। উপজেলায় অবস্থিত অন্য সব লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি সুজানগরে সরকারি আইন অমান্য করে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর এ অভিযান চালানো হয়।