মুন্সীগঞ্জে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়ায় নিজ বাড়ির সামনে পাঁচ হাজার কম্বল বিতরণ করেন তিনি।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের এই কম্বল বিরতণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কমল চন্দ্র আইস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক মিথুন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপন দাস ও ছাত্রলীগের সহসভাপতি মাকসুদ হোসেন প্রমুখ।