মুন্সীগঞ্জে শীতবস্ত্র পেল এক হাজার মানুষ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে গজারিয়া বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান মহসিন চৌধুরী।
এ সময় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে। আর জামায়াত-বিএনপি হিংসায় আগুন দিয়ে মানুষ পোড়ায়।