ছাত্রীকে যৌন হয়রানি, সেই চালক ও সহকারী কারাগারে
ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসার পথে হানিফ পরিবহনের একটি বাসে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চালক ও তাঁর সহকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই ) মো. জোবায়ের আসামিদের একদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আসামিরা হলেন বাসটির চালক কুতুব উদ্দিন ও সহকারী মিলন। তাঁদের গত রোবাবর একদিনের রিমান্ডে নেয় দারুস সালাম থানা পুলিশ।
নথি থেকে জানা যায়, হানিফ পরিবহনের বাসে গত ২১ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর হয়রানির শিকার ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন।
এজাহারে বলা হয়, শনিবার রাতে হানিফ পরিবহনের বাসে করে তাঁর মেয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে ওই বাসের সুপারভাইজার মাসুদ ও চালক রইস তাঁর মেয়েকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। এরপর ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছালে বাসের ওই দুই কর্মচারী ছাত্রীকে হুমকি দেন। তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এর মধ্যে ওই ছাত্রী মুঠোফোনে ঘটনাটি তাঁর স্বজনদের জানালে তাঁরা দ্রুত এসে ওই ছাত্রীকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
গত ২১ জানুয়ারি রাত ১০টায় থানা আসামিদের দারুসসালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় হানিফ পরিবহনের বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়।