যাত্রীর মলদ্বারে ১৪ সোনার বার

Looks like you've blocked notifications!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাতে এক যাত্রীর মলদ্বার থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। পুরোনো ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বার থেকে ১৪টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমসের কর্মকর্তারা।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগুলো উদ্ধার করা হয়। 

ওই যাত্রীর নাম দিদারুল আলম জাহাঙ্গীর। তাঁর বাড়ি চট্টগ্রামে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন। 

উদ্ধার হওয়া সোনার প্রতিটি বারের ওজন ১০ তোলা। মোট ওজন এক কেজি ৭২৮ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এনটিভি অনলাইনকে জানান, জাহাঙ্গীর দুবাই থেকে ওমান এয়ারের ডব্লিউওয়াই ০১৩৫ ফ্লাইটের একটি বিমানে করে ওমান হয়ে শাহজালাল বিমানবন্দরে নামেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁকে আটক করে।পরে টয়লেট নিয়ে তাঁর মলদ্বার থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। 

আহসানুল কবির আরো বলেন, জাহাঙ্গীরের ব্যাগ তল্লাশি করে ছয়টি চুড়ি ও দুটি আংটি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।