ভৈরবে পেট্রলবোমা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শিবপুর ইউনিয়নের জামালপুর পশ্চিমপাড়া এলাকা থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, আজ সকালে রাস্তার পাশে পেট্রলবোমাগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ পেট্রলবোমাগুলো উদ্ধার করে।
কোনো একটি নাশকতাকারী মহল নাশকতা চালানোর জন্য পেট্রলবোমাগুলো সংগ্রহ করে থাকতে পারে বলে জানান ওসি। পুলিশ তদন্ত সাপেক্ষে ওই অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।