মাহমুদ আব্বাস ঢাকায়, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক কাল

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার বিকেল ৫টায় তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান আব্বাস। তাঁকে জানানোর সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টারম্যাকে ২১টি গুলি ছুড়ে মাহমুদ আব্বাসকে সালাম জানানো হয়। তাঁর হাতে ফুল তুলে দেন রাষ্ট্রপতির নাতি জিম, নাতনি নামিরা।
বিমানবন্দর থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন আব্বাস। এরপর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।
কাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি, প্রধান বিচারপতি মাহমুদ আল-হাব্বাস, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনীতি-বিষয়ক উপদেষ্টা মাজদি খালিদিসহ জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
ফিলিস্তিনির প্রসিডেন্টের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।