লক্ষ্মীপুরে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে আহত ২০
লক্ষ্মীপুরে যাত্রীবাহী মিনি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের শাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাদের মধ্যে চালকসহ ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাৎক্ষণিক কারো নাম জানা যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্নী এস্তেমা উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে মিলন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের মটবী এলাকার সাইফিয়া দরবার শরীফ যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী মিনি বাসটি ঘটনাস্থল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায়। এ সময় নারী ও শিশুসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।