চট্টগ্রামের দুটি স্থানে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ ও ঘাট ফরহাদবেগ এলাকায় আজ রোববার পৃথক অগ্নিকাণ্ডে অর্ধশত বসত ঘরসহ বিভিন্ন পণ্যের কারখানা ও গুদাম ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৯ টায় আসাদগঞ্জে বসত ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি শুঁটকির গুদাম, সাবান ও প্লাস্টিক কারখানা আগ্নিকাণ্ডে পুড়ে যায়।
এদিকে বেলা ১১টার দিকে ঘাট ফরহাদবেগের একটি কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ইয়াহিয়া জানান, আসাদগঞ্জে আগুন লাগার খবরে চারটি ফায়ার সার্ভিস স্টেশনের ১২টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা যায়নি।
ক্ষতিগ্রস্ত একটি কারখানার মালিক হাজি সোলেমান জানান, তাঁর দুই তলা বিশিষ্ট একটি ভবন ও দোকানের ক্ষতি হয়েছে বেশি। এ ছাড়া শাহিন কলোনির ৪০টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।