চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শাহ আমানত হলের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি পক্ষই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় আজ শনিবার ছাত্রলীগের এক পক্ষের দুই কর্মীকে মারধর করেন অন্য একটি পক্ষের কর্মীরা। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কর্মীরা শাহ আমানত হলের দিকে তেড়ে যান। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগকর্মী রাহুল মজুমদার ও মিতুলসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের একাকার ও কনকর্ডের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিরাজ উদ দৌলা জানান, দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।