পাঁচবিবিতে ডাকাতি হওয়া ভুট্টাবোঝাই ট্রাক উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় ডাকাতি হওয়া ভুট্টাবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এমদাদুল হক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।
আটক এমদাদুলের বাড়ি জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১৮ টন ৬০ কেজি ভুট্টাবোঝাই একটি ট্রাক পাশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কানাগাড়ী থেকে জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা হয়। পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডুগডুগি-বহরমপুর ব্রিজ সংলগ্ন বাংগালদহ স্থানে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জন মুখোশধারী ডাকাত সেখানে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকায়। তারা ট্রাকের চালক, সহকারী ও আরোহীদের নিচে নামিয়ে মারপিট করে। পরে ঘটনাস্থল থেকে উল্টোদিকে হাঁটিয়ে প্রায় এক কিলোমিটার দূরে বাংগালদহ নদীর পাশে হাত-পা বেঁধে তাঁদের ফেলে রেখে ভুট্টাবোঝাই ওই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ দ্রুত জেলার সবগুলো থানাকে বিষয়টি জানায়। আন্তপথের সব সড়কে সতর্ক থাকতে বার্তা পাঠিয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। ডাকাতরা তাদের আগের পথ পরিবর্তন করে জেলার পাঁচবিবি-শালইপুর সড়কের কামদিয়া এলাকা দিয়ে গাইবান্ধার দিকে পালিয়ে যেতে থাকে। এলাকাবাসী পণ্যবাহী (ভুট্টাবোঝাই) একটি ট্রাককে বেপরোয়া গতিতে যেতে দেখে সন্দেহ হওয়ায় তা পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে ওই সড়কে পিছু ধাওয়া করে কামদিয়া এলাকায় ট্রাকটিকে দেখতে পায়।
ফরিদ হোসেন জানান, তাঁরা ট্রাকটিকে আটকাতে পেছন থেকে গুলি করে ট্রাকের একটি চাকা পাংচার করে দেন। অবস্থা বেগতিক দেখে ওই সময় ডাকাতরা ট্রাকটি ফেলে অন্ধকারে দৌড়ে দেয়। ওই সময় পুলিশও পিছু নেয়। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও এমদাদুল হক নামের এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে। পরে পুলিশ ভুট্টাবোঝাই ওই ট্রাকটি উদ্ধার করে পাঁচবিবি থানায় নিয়ে আসে। এমদাদুল পুলিশের কাছে ট্রাক ডাকাতির ঘটনা স্বীকার করেছে।