মুন্সীগঞ্জে লঞ্চে মিলল এক হাজার কেজি জাটকা

মুন্সীগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী চারটি লঞ্চে অভিযান চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।
পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কায়েফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
সে সময় দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটগামী এমভি কর্ণফুলী-৯, ফারহান-৫, দোলারচর-১ ও রাসেল-৫ নামে যাত্রীবাহী চারটি লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। সে সময় কাউকে আটক করা যায়নি। এ ছাড়া যাত্রী থাকায় ছেড়ে দিতে হয় লঞ্চ।
জব্দকৃত জাটক পাগলা কোস্টগার্ড স্টেশনে নিয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানানো হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে।