জাল পাতা নিয়ে জেলেকে ‘পিটিয়ে হত্যা’

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে জাল পাতা নিয়ে বিরোধের জের ধরে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জেলে খোকন মিয়া (২২) শ্রীপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটক দুই ব্যক্তি হলেন ছালাম রাঢ়ী ও আলম রাঢ়ী।
শ্রীপুর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘নদীতে জাল পাতা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে খোকনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, খোকনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় দুপুর আড়াইটার দিকে। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেলেন তা এখনই বলা যাচ্ছে না।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।