‘দাবি পূরণ হলে গরুর মাংস ৩০০ টাকায় মিলবে’
সরকার সব দাবি বাস্তবায়ন করলে ৩০০ টাকার কমে গরুর মাংস বিক্রি করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোর্তুজা মন্টু।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের ব্যাখ্যা দিতে গিয়ে সমিতির সভাপতি এ কথা বলেন।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি যৌথভাবে সাংবাদিক সম্মেলনটির আয়োজন করে।
গোলাম মোর্তুজা মন্টু বলেন, ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রতিটি গরু ঢাকায় আনতে রাস্তার বিভিন্ন পয়েন্টে ২০ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এর ফলে বাজারে মাংসের দাম বেড়ে যায়।
মাংস ব্যবসায়ীরা ১২টি দাবি উপস্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে গাবতলী গরুর হাটে ইজারা বাতিল, কাইল্যা, মইজ্যা নামের দুই হুন্ডি ব্যবসায়ীকে আইনের আওতায় আনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে হাজারিবাগ ট্যানারি স্থানান্তর করা, বৈধভাবে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার থেকে গরু আমদানি করা।
মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, ‘শনিবার আমাদের ছয় দিনের ধর্মঘট স্থগিত হচ্ছে। ১৯ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বেলা ১১টায় এবং দুপুর ২টায় ঢাকা উত্তর সিটির মেয়রের সঙ্গে বৈঠক আছে। সেখানে যদি আমরা আমাদের দাবি পূরণের আশ্বাস পাই, তাহলে আর কোনো কর্মসূচি থাকবে না। আর দাবি আদায় না হলে পরবর্তীতে মিটিং করে প্রয়োজনে সারা বাংলাদেশে মাংস ব্যবসা বন্ধ করে দিতেও দ্বিধাবোধ করব না।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতিরি মহাসচিব রবিউল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক