সিলেটে দুই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদকের মামলা
সিলেট মুখ্য মহানগর হাকিমের নির্দেশে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ মামলা করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ জানিয়েছেন।
ওসি জানান, মামলায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অজ্ঞাত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে আসামি করার নির্দেশ দিয়েছেন সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো।
গত ৯ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানকে গ্রেপ্তার করে বাইরে নিয়ে আসার সময় কর্মচারীদের বাধার মুখে পড়েন দুদক দল। একপর্যায়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন কর্মচারীরা। এ সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেন জেলা প্রশাসনের কর্মচারীরা। পরে পুলিশ তাঁদের জিম্মি অবস্থা থেকে উদ্ধার করে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে ওই দিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন দুদকের পরিচালক শিরিন পারভীন।
গতকাল মুখ্য মহানগর হাকিম আদালতে ওই সাধারণ ডায়েরির ওপর শুনানির পর তা মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। এ আদেশ পাওয়ার পরই কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

মঈনুল হক বুলবুল, সিলেট