নতুন ইসির প্রথম নির্বাচনে আ. লীগের জয়
নতুন নির্বাচন কমিশনারদের (ইসি) প্রথম নির্বাচন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৭৯৮ ভোট।
জাফর আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২২৭ ভোট। তৃতীয় প্রার্থী বিএনপির ওমর আলী পেয়েছেন এক হাজার ৭৯৮ ভোট। ফলে এক হাজার ৫৭১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলী খান।
আজ শনিবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফল ঘোষণা করেন।
এর আগে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। নয়টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।
১৫ ফেব্রুয়ারি শপথগ্রহণের পর নতুন ইসির অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।
গতকাল নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন নির্বাচনী এলাকায় গিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন। তিনি নির্বাচনী কাজে নিয়োজিত সবাইকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌর এলাকা ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) টহল দিতে দেখা গেছে। এ ছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ওমর আলী বলেন, ‘আমার তেমন কোনো অভিযোগ নাই। আমি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বটতলী কেন্দ্রে গিয়েছি। সেখানে কিছু বহিরাগত লোক আছে। আমি প্রশাসনকে বলেছি। নির্বাচন কমিশনকে মৌখিকভাবে বলেছি। তড়িৎ ব্যবস্থা না নিলে ওই কেন্দ্রে গোলযোগ হতে পারে।’
নির্বাচনের পরিবেশের ব্যাপারে জানতে চাইলে বিএনপির প্রার্থী বলেন, ‘নির্বাচনের পরিবেশে আমি সন্তুষ্ট। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে ১০০ পারসেন্ট আশাবাদী ইনশাল্লাহ।’
ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান বলেন, ‘পরিস্থিতি খুব ভালো। সুন্দরভাবে ভোট হচ্ছে। কিন্তু গতকাল রাতে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান একশর ওপরে রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম থেকে বহিরাগত লোক এনেছে। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।’
স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান বলেন, ‘ভেতরে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে সুষ্ঠুভাবে ভোট হলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমার জয় হবে ইনশাল্লাহ।’