নির্বাচনকালীন সরকারের প্রস্তাব বিএনপির ষড়যন্ত্র : তথ্যমন্ত্রী
নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাব অনির্বাচিত ও অসাংবিধানিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সম্প্রচার আইন সম্পর্কে ইনু বলেন, এ-সংক্রান্ত খসড়া সংসদের আগামী অধিবেশনেই উত্থাপন করা হবে।
এ ছাড়া সাইবার অপরাধ দমন আইন করার ব্যাপারেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
সাগর-রুনি হত্যাকাণ্ডের এখনো আইনগত নিষ্পত্তি না হওয়াকে ব্যর্থতা মন্তব্য করে তধ্যমন্ত্রী বলেন, সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবম ওয়েজ বোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, ‘অনির্বাচিতদের দিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাবটা কার্যত নির্বাচনকে বিলম্ব, ভণ্ডুল করা এবং অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।’

নিজস্ব প্রতিবেদক