রাজধানীতে বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশ করায় বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডারকে জরিমানা করা হয়। ছবি : এপিবিএন
নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় রাজধানীর যাত্রাবাড়ীতে ‘বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডার’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে।
এপিবিএন ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিবিএন ৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ যাত্রবাড়ী এলাকায় নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ রেখে বিক্রি করায় ‘বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডার’-এর ব্যবস্থাপক তপন ঘোষকে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর জব্বার মণ্ডল।

নিজস্ব প্রতিবেদক